আগামী শুক্রবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্যে আগামী চারদিনের জন্যে বন্ধ রাখা হবে ওই উড়ালপুলের পরিষেবা। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)কর্তৃপক্ষ জানিয়েছেন এদিন গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা যাচাই করা হবে বলে বন্ধ রাখা হচ্ছে পরিষেবা। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা টানা চারদিনের জন্য বন্ধ থাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হলেও কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে, রাস্তায় ট্রাফিক পরিষেবা সুষ্ঠ রাখতে উড়ালপুল বন্ধ থাকাকালীন গাড়ি এবং বাস-মিনিবাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে।

৮০বি, ২৩৪, ৩৭এ, ১৩সি/১ এবং এসি৫ নম্বরের বাসগুলি প্রথমে দেশপ্রিয় পার্ক মোড় থেকে ডান দিকে ঘুরে শরৎ বোস রোডের রাস্তা দিয়ে ও পরে এই বাসগুলি সাদার্ন অ্যাভিনিউ ধরে গোলপার্ক দিয়ে যাবে এবং ওই একই রাস্তা দিয়ে ফিরবে ওই বাস গুলি। অন্য দিকে,কসবার দিকে যাওয়া ও কসবা থেকে আসা মিনিবাস এবং একডালিয়ার মিনিবাসগুলি সুইনহো স্ট্রিট দিয়ে কর্নফিল্ড রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ হয়ে বিজন সেতু হয়ে যাতায়াত করবে।