পথ দুর্ঘটনায় মৃত্যু কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য এবার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর যৌথ ভাবে কাজ শুরু করতে চলেছে।প্রশাসন সূত্রে খবর, ‘সেভ ড্রাইভ সেভ লাইফ ‘ প্রকল্পে পথ দুর্ঘটনা কিছুটা কমলেও কমেনি মৃত্যু হার। তাই নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখতে জেলা পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে এদিন একটি হোয়াটস্যাপ গ্রূপ খোলা হয়।

সূত্রের খবর, আহতদের দ্রুত চিকিৎসার জন্য পথ বন্ধু পদ তৈরী হয়েছে, দুর্ঘটনা প্রবন জায়গা গুলি চিহ্নিত করে তাদের ওখানে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের এবং সেই কাজে তদারকির জন্য সহকারী উপ-স্বাস্থ্য অধিকর্তা পদমর্যাদার এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্ঘটনা প্রবন জায়গার কাছে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি জেলা স্তরেও এমন নোডাল অফিসার নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।