গতকাল রাতে কালিন্দী নদী দিয়ে নৌকা করে বাংলাদেশ থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৩৩জন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে, ১১৮ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা কালিন্দী নদীর পারে ঘুমটি এলাকা থেকে আটক করে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় রবিবার সকালে তাদের হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে ধৃতদের এদিন ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত।