২০২১ সালে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় সেবার বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে অমিত মিত্র অর্থ মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকের দায়িত্ব নিজের কাছে রাখলেও তবে তাঁর সময়কালে কোনও বাজেট পেশ করা হয়নি। সম্প্রতি মমতা মন্ত্রক বণ্টন করলে চন্দ্রিমাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয় তাই দ্বিতীয় মহিলা হিসেবে আজ রাজ্য বাজেট পেশ করছেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের চন্দ্রিমার বাজেট বক্তৃতার মাঝেই কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পের নাম বদল করার অভিযোগে বিজেপি বিধায়কেরা এ নিয়ে বিক্ষোভ দেখানোর সাথে সাথে বেরিয়ে গেলেন বিধানসভা কক্ষ থেকে।