কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে জাপান গিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিমানবন্দরে নামতেই সে দেশের প্রবাসী ভারতীয়দের কাছ থেকে বিপুল অভ্যর্থনা পেলেন তিনি। ‘ভারত মাতা কি শের এবং জয় শ্রীরাম
স্লোগানে স্বাগত জানানোর পাশাপাশি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় স্বাগতম লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রধান মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ভীড় জমিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা, যার মধ্যে ছিলো বাংলা ভাষাও। বিমানবন্দরে অভর্থ্যনা জানাতে আসা শিশুদের বায়না মিটিয়ে তাদের আঁকা ছবিতে অটোগ্রাফও দেন মন্ত্রী মশাই।
আর প্রধান মন্ত্রীর এই সফরের মাঝেই তার সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনেরও সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার শীর্ষ সম্মেলনে জাপান,অস্ট্রেলিয়া এবং আমেরিকার রাষ্ট্র নেতাদের সঙ্গে অংশ গ্রহণ করবেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীও। পাশাপাশি জাপানের প্রধান মন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধান মন্ত্রী আন্তোনি আল্বানিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হবার কথা নরেন্দ্র মোদীর। পাশাপাশি এই সফরের মাধ্যমে দেশের জন্য বিনিয়োগ টানতে ইতিমধ্যেই সুজুকি মোটর কর্পোরেশনের উপদেষ্টা ওসামা সুজুকি এবং সফট ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর মাসায়োসি সনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।