নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকের তথ্য অনুযায়ী ভারতের হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা প্রবেশ করতেও দেখা গেছে পাক পঞ্জাবের মিলন চানু শহরে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে।তবে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতির মাধ্যমে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে নিয়ে জানায় যে প্রযুক্তিগত গোলযোগের জন্য এটি একটি অনিচ্ছাকৃত ভুল। শুক্রবার তড়িঘড়ি সেই ভুল শুধরনোর প্রক্রিয়া শুরুর সাথে সাথে ওই ভুলের জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত এবং ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছে তারা।