লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া মর্মান্তিক রক্তক্ষয়ী সঙ্ঘর্ষে প্রাণ যায় প্রায় ২০জন ভারতীয় সৈনিকের এবং ঘটনায় চীনের বিরুদ্ধে ওঠে আগ্রাসনের অভিযোগ। তাছাড়াও ভারত-চীন সীমান্তে উত্তেজনা যেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার, সেখানে এবার লাদাখ সীমান্ত বরাবর ৩২টি সড়ক তৈরির সিন্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আটটি রাস্তা তৈরির কাজ।

সঙ্ঘর্ষ পরিস্থিতিতে লাদাখ সীমান্তে দ্রুত সেনা পৌঁছতে ৩২টি হেলিপ্যাড তৈরী কাজ শুরুর সাথে অরুনাচল প্রদেশের সীমান্ত এলাকাবরাবর নজরদারি বাড়ানোর লক্ষ্যে তৈরী হচ্ছে ১৮টি ফুট ট্র্যাক এবং চীন সীমান্ত জুড়ে ১৮টি রণকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় ৪৭টি বর্ডার আউট পোস্ট তৈরির কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বাজেট সংক্রান্ত রিপোর্টে।