শনিবার কলকাতার বিস্তীর্ন অঞ্চল জুড়ে বন্ধ থাকবে জল পরিষেবা এমনটাই জানালো কলকাতা পুরসভা। জল প্রকল্পের আওতায় বেশ কিছু পাম্পিং স্টেশনে মেরামতির কাজ চলাকালীন আগামী ২৬ শে মার্চ শনিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে দুপুর ও বিকেলের জল পরিষেবা। তবে পরের দিন অথাৎ ২৭শে মার্চ থেকে আবারো স্বাভাবিক নিয়মে চালু হয়ে যাবে জল পরিষেবা। শনিবার আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তোপসিয়া বুস্টার পাম্পিং স্টেশন গুলির পাইপ লাইন কেটে যাওয়ায় সেগুলি মেরামতের কাজ করা হবে ।

তাই এ দিন শনিবার সকাল ১০টার পর থেকে পূর্ব কলকাতার পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাতগাছিয়া, মেট্রোপলিটন, তোপসিয়া, চায়নাটাউন, আরুপোতা, দূর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলালবাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্কে জল পরিষেবা বন্ধ থাকবে। এ ছাড়াও ৭, ১০, ১১, ১২ নম্বর বরোর কিছু এলাকা যার মধ্যে থাকা ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডে ওই দিন জল পরিষেবা মিলবে না। তবে, রবিবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চালু হয়ে যাবে পরিষেবা।