গত ১৫ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই চালু হয়ে যেতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি সুড়ঙ্গের ভেন্টিলেশন শ্যাফট’র কাজের জন্যে ওয়েলিংটন মোড়ের কাছে নির্মলচন্দ্র স্ট্রিটের একটি অংশ প্রায় আগামী সাড়ে তিন মাসের জন্য বন্ধ রাখা হতে পারে বলে জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। কাজ শুরু দিন এখনো পর্যন্ত নির্ধারিত না হলেও পুলিশের অনুমান আগামী মাসের শুরুর দিকে ওই কাজের জন্য রাস্তা বন্ধ করা হবে। এ পরিস্থিতিতে ওই অঞ্চলের ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং যানচলাচল স্বাভাবিক রাখার জন্য কোন কোন রাস্তা ব্যবহার করা হবে তা এ দিন খতিয়ে দেখতে বুধবার ওই এলাকা পরিদর্শন করেন ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে, ডিসি ট্রাফিক অরিজিৎ সিংহ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ওয়েলিংটন মোড় থেকে বৌবাজার মোড় পর্যন্ত চলাচলকারী ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪বি এবং ২১৭এ এই পাঁচটি বেসরকারি রুটের বাসগুলির মধ্যে যে বাস গুলি ধর্মতলা থেকে লেলিন সরনী দিয়ে ওয়েলিংটন মোড় থেকে বা দিকে ঘুরে নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে কলেজস্ট্রিটে যায় তারা ওই সময় ধর্মতলা থেকে চিত্তরঞ্জন এভিনিউ ধরে কলুটোলা স্ট্রিট হয়ে কলেজস্ট্রীট পৌঁছবে। আর ফিরতি পথে বাস গুলো বৌবাজার মোড় থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে চিত্তরঞ্জন এভিনিউ হয়ে গন্তব্যে যাবে। নির্মলচন্দ্র স্ট্রিটের ওই এলাকায় একটি মেয়েদের স্কুল আছে, তাই ছাত্রীদের স্কুলে পৌঁছতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্যে স্কুল পর্যন্ত গাড়ি চলাচলের ব্যবস্থা রাখা হবে। এছাড়া, কলেজস্ট্রিটের দিক থেকে আসা ছোট গাড়ি হিন্দ সিনেমার সামনে থেকে গণেশচন্দ্র এভিনিউয়ের দিকে যাবে বলে প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে।