আজ কলকাতা বইমেলার মাঠে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী কলকাতা সাহিত্য উৎসব। অনুষ্টানের উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রথম দিনের ‘ভাবনা,ভাষা,ও বই’ বিষয়ক আলোচনায় থাকবেন সাহিত্য ত্বত্তবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের।

উৎসবের অধিকর্তা সুজাতা সেন জানালেন, স্বাধীনতার ৭৫তম বছর, অরবিন্দের সার্ধশতবর্ষ, সত্যজিতের শতবর্ষ থেকে করোনার কারনে প্রভাবিত হওয়ায় ছোটদের পড়াশোনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে এই উৎসবে।