“বেলাশেষে”র বছর সাতেক পেরিয়ে আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে “বেলাশুরু” ! মাঝখানে একটা শূন্যস্থান , ছেড়ে চলে গিয়েছে স্বাতীলেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু না থেকেও যেন ওনারা ছিলেন “বেলাশুরু”-র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে।
গতকাল মুক্তি পেয়েছে “বেলাশুরু”-র ট্রেলার , মুক্তির পর থেকেই একের পর এক পসিটিভ রিভিউ , চোখের জল মুছে বাঙালি অপেক্ষা করে রয়েছে ছবি মুক্তির।
ট্রেলার মুক্তি অনুষ্ঠানের দিকে চোখ রাখলে দেখা যাবে , যতই স্বাতী-সৌমিত্র না থাক, ওনারা যেন থেকে গিয়েছেন সকলের মাঝে। ট্রেলার রিলিসের অনুষ্ঠানে স্বমহিমায় বিরাজমান সৌমিত্রবাবু , স্বতীদেবী, তাদের নাম লেখা চেয়ারে। যেমনটা বললাম না থেকেও সকলের মাঝে ভীষণভাবে থেকে গিয়েছেন ওনারা।

পরিচালক-প্রযোজক শিবপ্রসাদের কথায় – কে বলেছে ওনারা নেই?ওনাদের বাদ দিয়ে কোনোভাবেই এই ছবি মুক্তি পেতে পারেনা ! শিবপ্রসাদের বিশ্বাস ,মৃত্যুর পরেও থেকে যান স্বাতী-সৌমিত্র থেকে যাবেন পরিবারের সদস্যদের মতনই।
আর অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্ৰিয় হয়ে উঠেছে “বেলাশুরু”-র ট্রেলার, বিয়ের লোকগান টাপাটিনির এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল।