বেলুড় : পরম্পরা অনুযায়ী ,বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবের ১ সপ্তাহ পরে রবিবার সাধারণের জন্য মেলা বসতো এবং পোড়ানো হতো বাজি।কিন্তু অতিমারীর কবলে পড়ে সেইসব রেওয়াজ পালন করা হয়নি ২ বছর। আর চলতি বছরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালন হতে চলেছে আগামী ৪-ঠা মার্চ, শুক্রবার। তবে ভক্ত এবং জনসাধারণের জন্য মঠ খোলা থাকবে দুদফায় – সকাল সাড়ে ছ’টা থেকে সকাল সাড়ে এগারোটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
আজ বেলুড় মঠের পক্ষ থেকে মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে , মঠে প্রাঙ্গনে অতিরিক্ত ভিড় বা জন সমাগম চাননা মঠ কর্তৃপক্ষ ,তাই এ বারও মেলা ও সাধারণের উৎসব-অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।