কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তরে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইলে দিতে হবে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা Central Universities Common Entrance Test (সিইউইটি), এমনটাই জানিয়ে দিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।
জানা গিয়েছে ,আজ থেকেই স্নাতকোত্তরে সিইউইটি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে এবং আগামী ১৮-ই জুন পর্যন্ত এই কাজ চলবে। অর্থাৎ যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন স্নাতক বা স্নাতকোত্তরে তাদের এবার সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইতিমধ্যেই স্নাতকস্তরের সিইউইটি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন ,স্নাতক স্তরে ভর্তির জন্য ১০ লক্ষ ৪৬ হাজারের বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে । আর স্নাতক স্তরে ভর্তির আবেদনের শেষ তারিখ ২২-শে মে।
তাহলে চলতি শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর দিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হওয়া যাবেনা , প্রবেশিকায় প্রাপ্ত নম্বর বা গ্রেডের মাধ্যমেই ভর্তি হতে হবে। মূলত এক রাজ্যের পড়ুয়া যাতে অন্যরাজ্যের কলেজে পড়াশোনা করতে পারে সেই কারণেই অভিন্ন প্রবেশিকার ব্যবস্থা করা হয়েছে। এই প্রবেশিকার নম্বর বা গ্রেডের মাধ্যমেই যে কোনো রাজ্যের পড়ুয়া অন্য যে কোনো রাজ্যে গিয়ে অনায়াসে পড়াশোনা করতে পারবেন।
যদিও ইতিমধ্যেই এই প্রবেশিকার বিরোধিতা শুরু করে দিয়েছে বেশকিছু রাজ্য।