আজ ৮ -ই বৈশাখ ,২২ শে এপ্রিল যাকে বলে রবি মাস। দক্ষিণবঙ্গে প্রতিদিন নয়া রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাজেহাল হয়ে যখন কয়েক পশলা বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ বাসি , তখনই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর- উপকূলের দুই জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। শুক্রবার কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও ,বেলা বাড়তেই রৌদ্রোজ্জ্বল আকাশ। চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ । এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস , সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৮৫ শতাংশ, ন্যূনতম ৫৪ শতাংশ ৷ হতে পারে কালবৈশাখী ঝড়ও। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টি চলবে। আগামিকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে।