নতুন মাসের শুরুতে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
নতুন মাসের শুরুতে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। হোটেল-রেস্তোঁরায় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের দাম ১০৮ টাকা বেড়ে ২০০০’র গণ্ডি পেরোলো কলকাতায়, অর্থাৎ নতুন দাম কার্যকর হবার পর এবার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো ২০৯৫ টাকা। যদিও আপাতত ভর্তুকিবিহীন ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে গৃহস্থের হেঁসেলে ব্যবহারের গ্যাসের দাম এই মুহূর্তে না বাড়লেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের পাশাপাশি গ্যাসের দুই মূল উপাদান প্রোপেন ও বুটেনের দাম বেড়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই সবরকম গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনার সাথে সাথে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা ও থাকছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এই মূল্য বৃদ্ধির কারণ বলে ধারণা সকলের। গত দু’মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমলেও ১লা মার্চ একলাফে এই পরিমাণ মূল্য বৃদ্ধি পাওয়ায় হোটেল-রেস্তোঁরায় তৈরী খাবারের দামে প্রভাব পড়বার সম্ভাবনায় কপালে চিন্তার ভাঁজ খাদ্যপ্রেমী মানুষ জনের।