২ বছর পর কলকাতায় আইপিএলের আসর। এডেনে আজ হতে চলেছে আইপিএলের প্লে-অফ। মুখোমুখি গুজরাত এবং রাজস্থান। কিন্তু ম্যাচের বাঁধ কি সাধবে বৃষ্টি? এই প্রশ্নই যদিও এই মুহূর্তে ভাবাচ্ছে ক্রিকেট প্রেমীদের। কারণ শহরজুড়ে ইতিমধ্যেই নেমেছে স্বস্তির বৃষ্টি।আর এই বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে হয়তো আজকের মহারণ পন্ড হলেও হতে পারে !
শহরের টিম কলকাতা নাইট রাইডার্স শেষ ৪ থেকে ছিটকে গেলেও ইডেনে যে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে তা নিয়ে শহরবাসীর উচ্ছাস আজ সকাল থেকেই দেখার মতো।
ইতিমধ্যেই মহারণের জন্য সাজিয়ে ফেলা হয়েছে ইডেন। বলা যায় আইপিএলের আবহের সঙ্গে মানানসই করেই সাজিয়ে তোলা হয়েছে ইডেনকে।ইডেনের বাইরেটাই নয় সাজিয়ে তোলা হয়েছে অন্দরও।
অন্যদিকে বাড়তি পরিচর্যায় রাখা হয়েছে উইকেট বা আউট ফিল্ড।সিএবি কর্তারা জানাচ্ছেন , ইডেনের বাইরের সজ্জা এবং বাইশ গজ উভয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
আর কিছুক্ষনের অপেক্ষা, সেই কারণেই সিএবির কর্তারা বারংবার বৈঠকে বসছেন, এই মুহূর্তে ইডেনের শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। এই ম্যাচের আগে ৩ দফায় মাঠ পরিদর্শন করেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী , আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ,কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সাথে থাকবে বৃষ্টি আর।
খেলা দেখতে এসেছেন সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে, বৃষ্টিতে আটকে পড়েছেন ইডেন থেকে কয়েক পা দূরত্বে, জানালেন অনেক আসা নিয়ে এসেছেন বাংলার ছেলে ঋদ্ধিমানের খেলা দেখতে, বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষাও করবেন, যতই রাত হোক খেলা দেখেই বাড়ি ফিরবেন।
তাহলে বুঝতেই পারছেন বৃষ্টি উপেক্ষা করেই পারদ চড়ছে ভক্তদের মধ্যে।
ইডেন কতৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। এর মধ্যে বৃষ্টিপাতের ফলে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে বলে ইডেন কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন।