আজ এবং কাল ইডেনে হতে চলেছে আইপিএলের মহারণ। শহরের নিজের দলের খেলা না থাকলেও এই প্লে অফের ম্যাচ নিয়ে শহরবাসীর উন্মাদনা রয়েছে চরমে। কারণ প্রায় ২ বছরেরও বেশি সময় পর আবারও আইপিএলের আসর বসতে চলেছে কলকাতায়।
আর এবার দর্শকদের সুবিধার জন্য আজ এবং কাল অর্থাৎ ম্যাচ এর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত চালানো হবে মেট্রো এবং ট্রেন।
মেট্রো রেল কতৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে , মঙ্গল এবং বুধবার (অর্থাৎ আজ এবং আগামীকাল) রাত ১২টার সময় দু’টি মেট্রো যাত্রা শুরু করবে ইডেনের নিকটস্থ মেট্রোস্টেশন এসপ্ল্যানেড থেকে। একটি যাবে দক্ষিণেশ্বরের অভিমুখে এবং অপরটি কবি সুভাষের দিকে। দুটি মেট্রোই ১২:৩৩ মিনিটে গন্তব্যে পৌছোবে। অর্থাৎ খেলা দেখে দর্শকদের বাড়ি ফিরতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেট্রো রেল কতৃপক্ষ।
অন্যদিকে গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেনও। পূর্ব রেল কতৃপক্ষ জানিয়েছে, মঙ্গল এবং বুধবার (অর্থাৎ আজ এবং আগামীকাল)দুটি অতিরিক্ত লোকাল ট্র্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট এবং বিবাদীবাগ স্টেশন থেকে। প্রিন্সেপ ঘাট থেকে যে ট্রেইনটি ছাড়বে সেটির গন্তব্য বারাসত , রাত
১১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। অন্য ট্রেনটি রাত ১২টা ২ মিনিটে বিবাদীবাগ থেকে ছাড়বে বারুইপুরের উদ্দেশ্যে। পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।
বৃষ্টি হলে ম্যাচ শেষ হতে আরও দেরি হবে এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
এর সাথেই ম্যাচের দুদিন গভীর রাত পর্যন্ত অতিরিক্ত বাস চলারও একটা সম্ভবনা আছে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।