নীলবাড়ির দখলের লড়াইটা শেষ হয়েছিল ঠিক ১ বছর আগে আজকের দিনেই , তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসীন হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। আজকের দিনে সেই বর্ষপূর্তি উপলক্ষেই টুইট করে দলের কর্মী-সমর্থকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
টুইটে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন , “গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”
গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।( ১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
আর এইখানেই কটাক্ষের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। “দেশের কর্তাব্যক্তি” বলতে মুখ্যমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই বোঝাতে চেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখনা। তার কারণ ২০২১-র বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের নিত্যযাত্রী হয়ে উঠেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজেপিকে কটাক্ষ ছাড়াও আরও ২টি টুইট করেছেন মুখ্যমন্ত্রী, সেগুলিতে নিজের ভালোবাসা তিনি উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষের প্রতি। মমতা লিখেছেন , “মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।”
মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্র্য়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।( ২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
এরপরের টুইটে মমতা আহ্বান জানিয়েছেন আজকের দিনটিকে মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত করার।
আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি 'মা-মাটি-মানুষ দিবস' বলে অভিহিত হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
জয় হিন্দ, জয় বাংলা।( ৩/৩)
সব মিলিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার বর্ষপূর্তিতে আবেগঘন হিসেবে দেখা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে