কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিবস উপলক্ষ্যে আয়োজিত কবিপ্রণাম অনুষ্ঠানের মঞ্চ থেকে রবিঠাকুরের চুরি যাওয়া নোবেল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সিবিআইকে কটাক্ষ করে তিনি বলেন ,সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছিল, সিবিআই সম্ভবত তদন্ত বন্ধ করে দিয়েছে , আর সমস্ত এভিডেন্স আছে কিনা সেই সম্পর্কেও সন্দিহান মমতা।
সালটা ২০০৪, মার্চের ২৫ তারিখ সকালে সকলে চমকে যান নোবেল চুরি যাওয়ার খবরে। জানা যায়, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে চুরি গিয়েছে কবিগুরুর নোবেল। এই ঘটনার পর তদন্তের ভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের ওপর। আর সিবিআইয়ের ওপর তদন্তভার যাওয়ার পর থেকে বারংবার তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল এমন তথ্যই উঠে এসেছে। ২০০৭ সালের অগস্ট মাসে সিবিআই তদন্ত থেকে সরে দাঁড়ায় , ঠিক তার ১ বছর পর সিবিআই আধিকারিকেরা দাবি করে নতুন সূত্র মিলেছে এবং আবেদন জানান তদন্ত করার অনুমতি দেওয়ার। এরপর বছরখানেক তদন্তের পর আবারও সিবিআই আবেদন করে তদন্ত বন্ধ রাখার। শেষ পর্যন্ত ২০১০ সালের ৫ অগস্ট আদালত সিবিআইকে তদন্ত বন্ধ রাখার অনুমতি দেয়। যদিও সিবিআই জানিয়েছিল নতুন কোনো সূত্র মিললেই শুরু হবে তদন্ত কিন্তু আজ পর্যন্ত কোনোরকম তদন্তের কাজ শুরু হয়নি।
এই ঘটনা বাঙালির অসম্মান , এমনটাই মনে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন , ” বড় গায়ে লাগে এতবড় একটা জিনিস , সর্বপ্রথম আমরা পেলাম, আর আমাদের কাছ থেকে সেটা কেউ নিয়ে নিলো , তুলে নিলো , কেউ হারিয়ে দিলো ! এটা আমাদের অনেক বড় অসম্মান। “
যদিও এরপর আবেগতাড়িত হয়ে তিনি বলেন, মনে রাখতে হবে নোবেল প্রাইজ চলে গেলেই রবীন্দ্রনাথকে ভোলা যায়না , নোবেল প্রাইজটা উনি বাঙালির হৃদয়ে গেঁথে দিয়েছেন। “