করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে গত দু’বছর রাজ্যে অনুষ্ঠিত হয়নি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যজুড়ে এই মুহূর্তে করোনার প্রকোপ কম থাকার কারণে আগামী বুধবার থেকে নিউটাউনের কনভেনশন সেন্টারে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন , ২ দিন ব্যাপী এই সম্মেলনের কারণে আজ থেকে এক পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিডকো তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করে এমনটাই জানানো হয়েছে।
কলকাতার অন্যতম শ্রেষ্ট পর্যটন কেন্দ্র ইকোপার্কে প্রত্যেকদিন গড়ে হাজার হাজার মানুষ আসেন , ফলে রাস্তায় স্বাভাবিকভাবেই যানজট এর সমস্যা লেগেই থাকে , কিন্তু এই সম্মেলনে আগত বিদেশী অতিথিদের যাতে কোনো সমস্যা না হয় , সেই কারণেই আজ থেকে ২১শে এপ্রিল অর্থ্যাৎ ১৯-২১ এপ্রিল পর্যন্ত ইকোপার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২ বছর এই সম্মেলন না হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছিল রাজ্য,চলতি বছরের সম্মেলনে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে রাজ্য সরকার।