কলকাতা ট্যুরিজমের অন্যতম অংশ দক্ষিনেশ্বর মন্দির থেকে শুরু হলো প্রিপেইড ট্যাক্সি পরিষেবা। এদিন বারাহনগরের বিধায়ক তাপস রায়ের উপস্থিতিতে , ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা উদ্বোধন করেন প্রিপেইড ট্যাক্সি বুথটির।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনসের সদস্য এবং অন্যান্য পুলিশকর্তারা।
বহুদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল দক্ষিণেশ্বরের বাইরে ট্যাক্সিচালকরা ইচ্ছা মতো ভাড়া নেন , ফলত যাত্রীদের দ্বিগুন এমনকি তিনগুন ভাড়া দিয়েও যাতায়াত করতে হয়। আর এই বুথ চালু হওয়ার সিদ্ধান্তে খুশি যাত্রীরা। এক যাত্রী তথা মন্দির দর্শন করতে আসা সুতপা তরফদার জানালেন, “এর আগে বহুবার অসুবিধার সম্মুখীন হয়েছি, কিন্তু সরকারের এই সিদ্ধান্তে আমি খুশি। আশা করি এবার থেকে আর ন্যায্য মূল্যের বেশি টাকা দিতে হবেনা “।
এই একই খুশির সুর ট্যাক্সি চালকদের গলাতেও , এক ট্যাক্সি চালক জানালেন তারা আশা করছেন এই ট্যাক্সি বুথের ফলে যাত্রী সংখ্যা বাড়বে ফলে তাদের রোজগার বাড়ারও সম্ভনা রয়েছে।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার স্পষ্টতই বলেন , আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দক্ষিণেশ্বরের ঐতিহ্য ও সুনাম রক্ষা করার দায়িত্ব টেক্সচালকদেরই নিতে হবে । যাত্রীদের প্রতি আচরণ যেন সবসময় ভাল থাকে। এবং এর পাশাপাশি তিনি জানান, আগামী নববর্ষের দিনই আপাতত অস্থায়ী ভাবে চালু হতে চলেছে দক্ষিণেশ্বর থানা।