‘অশনি’-র সংকেত দিল হাওয়া অফিস। বেশ কয়েক সপ্তাহ ধরে তীব্র গরম সহ্য করার পর আপাতত স্বস্তির আবহাওয়া দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় , দিনে ২ থেকে ৩ ঘন্টার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে আপাতত খুশিতে বঙ্গবাসী। যে খবর পাওয়া যাচ্ছে ,আগামী কয়েকদিন বৃষ্টির মুখ দেখতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টিও হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে ।
অন্য দিকে সাগরে সিস্টেম তৈরির পরিবেশ অনুকূল হওয়ায় দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তর ।শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এবং সেই নিম্নচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আসতেই আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা । তারা মনে করছেন, শক্তিশালী ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলা এবং ওড়িশা উপকূলের কোন স্থলভাগে । হাওয়া অফিস সূত্রে খবর , এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’। যার নামকরণ করেছে শ্রীলঙ্কা।