মার্চের প্রথম সপ্তাহের চাঁদিফাটা গরমে যেখানে স্বস্তি দিতে পারত একটু বৃষ্টি সেখানে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছেননা আবহাওয়াবিদরা। বরং তারা মনে করছেন যে আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গাঙ্গেয় পচিমবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন।বাঁকুড়া, পুরুলিয়ায়, বর্ধমান, আসানসোল পরবর্তী দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গায় গরম পরে জাঁকিয়ে, আপাতত তাপমাত্রার নিরিখে সেইসব জায়গাকে পেছনে ফেলে দিয়েছে কলকাতা। অথচ এখনো উত্তর-পশ্চিম থেকে আসতে থাকা ঠান্ডা হাওয়ায় এখনো জম্মু-কাশ্মীর এবং হিমাচলের বহু জায়গায় হাড় হিম করা ঠান্ডা , কিন্তু সেই হাওয়া উত্তর ভারতের সমতল ও মদ ভারতের মালভূমিতে হারাচ্ছে তার শীতলতা।

এমন পরিস্থিতে দক্ষিণ পচিম বঙ্গোপসাগরে একটি নিন্মচাপ ঘনিয়ে উঠলেও সেটির বর্তমান অবস্থান চেন্নাই উপকূল থেকে ২৭০কিমি পূর্ব ও দক্ষিণ পূর্বে। তাই সে নিন্মচাপের বৃষ্টি হলেও তার ছিঁটেফোটাও আসবেনা বাংলার ভাগ্যে, এমনটাই জানাচ্ছেন আবহবিদরা।