বৃহস্পতিবার ভোরের দিকে শীতের হালকা আমেজ ফিরলেও, দিনের শুরু হতে না হতেই বাতাসে জলীয়বাষ্পের পরিমান কমে যাওয়ায় চামড়ায় জ্বালা ধরানো অনুভূতি শুরু হয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা ঘূর্ণাবর্তের কারনে দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভাগ্য পুরোপুরি অন্যরকম।

মার্চের প্রথম সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কমই ছিল। কিন্তু আগামী চার্ পাঁচ দিনের মধ্যে গোটা রাজ্য সহ কলকাতার আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হওয়ার আশ্বাস দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সুতরাং বৃষ্টির সম্ভাবনা না থাকায় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের হাত থেকে মুক্তির কোন সুখবরই নেই।