তিলোত্তমার আকাশ মেঘাছন্ন ,কিন্তু বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই এমনটাই জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। প্যাচপ্যাচে গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের আর আসন্ন কয়েকদিন এই আবহাওয়ায় থাকতে চলেছে কলকাতা অঞ্চলগুলিতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রী।
তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভবনা রয়েছে ।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতেও। কিন্তু শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত স্বস্তির বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উল্টে ক্রমশ বাড়বে তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভনা আগামী ৫ দিনের মধ্যে নেই , তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে।