দীর্ঘ প্রায় দু’বছর পর হলে বসে, পুরনো আমেজে মাধ্যমিক পরীক্ষা শুরু হল রাজ্যজুড়ে। কোভিড, করোনা ও ওমিক্রনের আতঙ্ককে দূরে সরিয়ে অবশেষে মাধ্যমিকে বসতে চলেছেন পাহাড় থেকে সাগরের পরীক্ষার্থীরা। এবারের মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনে, তাই পর্ষদের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ। সব পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে কড়া নিরাপত্তা, এমনকি জানা গিয়েছে মাধ্যমিকের সময় নজরদারি চালানো হবে ইন্টারনেটে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এবং যথাযথ নিরাপত্তা সহযোগে কোভিড বিধি মেনে সম্পন্ন হবে মাধ্যমিক পরীক্ষা।তাই এদিন পরিক্ষার্থীদের শুধুমাত্র এ্যাডমিড কার্ড, পেন, বক্স আর বোর্ড ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় জানান, এবারের মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের সংখ্যা আগের থেকে অনেক বেশি,গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবারে বেড়েছে ৪৭ হাজার ১৬৪। এবার ২০২২ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১লক্ষ ১৬ হাজার ৮৬৩জন। এবার গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪১৮৪ টি।
গোটা রাজ্যের মত হাওড়া জেলাতেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হবে কড়া নজরদারিতে। হাওড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে সমস্ত প্রস্তুতি।হাওড়া জেলার পাশাপাশি বসিরহাট মহকুমার সীমান্তবর্তী স্বরূপনগর, বাদুড়িয়া ও বসিরহাট ১ নম্বর ব্লক অন্যদিকে সুন্দরবনের মিনাখাঁ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি সহ ১০টি ব্লক ও ৩ পৌর এলাকায় অবশেষে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।বসিরহাট মহকুমা জুড়ে এবারের মাধ্যমিক পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ১১৪টি ও উপ কেন্দ্র রয়েছে ৭২টি। এই সমস্ত কেন্দ্রগুলিতে পরীক্ষা দিচ্ছেন বসিরহাটের ২৬,৭৩৬ জন পরীক্ষার্থী। বিশেষ তাৎপর্যপূর্ণ করোনা বিধি বজায় রাখতে মহকুমা জুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

হাওড়া বসিরহাটের পাশাপাশি এই বছর মুর্শিদাবাদ জেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ৩১৭ জন। এবার ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। জেলায় ৫৮ হাজার ৫৬ জন মেয়ে পরীক্ষায় বসছে। ছেলেদের সংখ্যা ৩৮ হাজার ২১৬ জন। জেলায় মোট ২৯৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

কিন্তু দীর্ঘ করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন স্কুল কলেজ বন্ধ ছিল, ছাত্র ছাত্রীরা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। তাই স্কুল খোলার কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় তারা কিভাবে পরীক্ষা দেবে, কেমন প্রশ্ন পত্র হবে সেই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষামহল।তবে সবমিলিয়ে বলা চলে দীর্ঘ দুই বছর পর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আগের মেজাজে চালু হওয়ায় খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা।