আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।
৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
২০২০সালে করোনার প্রকোপ শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেও নেওয়া যায়নি ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা, সেদিক থেকে দেখতে গেলে এবছরই প্ৰথম করোনা আবহে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে চলেছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮, তাই পরীক্ষাপর্ব পরিচালনের সমস্ত নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গেছে স্কুল গুলিতে এমনকি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বৈঠকও প্রায় শেষের পথে।
দূরত্ববিধি মেনে একটি বেঞ্চে মাত্র ২জন করে শিক্ষার্থীরা বসবে এবং তাদের মানতে হবে সকল পরীক্ষা বিধি। পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ কোন বস্তু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করলে বা পরীক্ষা বিধি না মানলে বাতিল হতে পারে পরীক্ষাও।
তবে কোন শিক্ষার্থীর পরিবারের কেউ বা সে নিজে করোনায় আক্রান্ত হলে কিভাবে সে পরীক্ষা দিতে পারবে সে বিষয়ে ওই নির্দেশিকায় কিছু না বলা হওয়ায়, ছোঁয়াচে রোগে অসুস্থ ছাত্র ছাত্রীদের জন্য স্কুলগুলি বসার আলাদা বন্দোবস্ত করলেও স্কুল-প্রধান এবং শিক্ষা শিবিরের বক্তব্য এ বিষয়ে পর্ষদের তরফে একটি স্পষ্ট নির্দেশিকা থাকা আবশ্যিক।
মাধ্যমিক পরীক্ষার জন্যে কন্ট্রোল রুম শুরু করা হয়েছে ২৮শে ফেব্রুয়ারি থেকেই এবং তা খোলা থাকবে পরীক্ষা শেষের আগে পর্যন্ত।
কন্ট্রোলরুম নম্বর হল ০৩৩ ২৩২১৩৮২৭, ০৩৩ ২৩৫৯২২৭৪। বোর্ড প্রেসিন্ডেন্টের তরফে যে নম্বর দেওয়া হয়েছে তা হল, ০৩৩ ২৩২১৩০৮৯, ০৩৩ ২৩২১৩৮১২। বোর্ড সেক্রেটারির তরফে যে নম্বর দেওয়া হয়েছে তা হল, ০৩৩ ২৩২১ ৩৮১৬। ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের তরফে যে নম্বর দেওয়া হয়েছে তা হল, ০৩৩ ২৩২১৩২১৬।