তৃতীয়বার ক্ষমতায় আসার তারিখ থেকেই লাগাতার জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। মঙ্গলবার মঞ্চে দলের এই কর্মসূচির কথা ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে মূলত তিন ধাপে হবে এই কর্মসূচি। প্রথমে ২ মে কর্মসূচি শুরু হওয়া দিন ঠিক করা হলেও ওইদিন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ থাকায় কর্মসূচি পিছিয়ে ৫ তারিখ করা হয়।

প্রথম পর্যায়ে ৫ মে থেকে ২১ জুলাই। পরের পর্যায়ে ২১ জুলাই থেকে রাজ্যের উৎসবের মরসুম শুরু হওয়ার আগে পর্যন্ত। আবার তৃতীয় পর্যায়ে কর্মসূচি শুরু হবে পুজোর পর থেকে।কর্মসূচিতে জনসাধারণের সঙ্গে সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে জনসংযোগ করবেন শাসকদলের নেতাকর্মীরা। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংযোগের পাশাপাশি তাদের বাড়িতে খাওয়া দাওয়া রাত্রিযাপনের নির্দেশও দিয়েছেন মমতা