কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণ হত্যা এবং পাচারের খবর প্রায়ই প্রকাশ্যে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যম। কিছু ক্ষেত্রে পাচারকারীরা সফল হলেও কিছু ক্ষেত্রে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকরা সফল হন পাচারজাত বন্যপ্রাণ উদ্ধারে। তেমনি এদিন গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার মেদিয়া বাজার এলাকা থেকে ১১টি পরিযায়ী পাখি উদ্ধার করল বনদপ্তরের আধিকারিকেরা।

ওই ১১টি পরিযায়ী পাখির মধ্যে ৯টি নরমাল প্যারাকিট পাখি ও ২টি প্লাম হেড প্যারাকিট পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। বনদপ্তরের গোপন হানায় উদ্ধার হয় ওই পাখি গুলি।