শ্রীনগরে আবারো জঙ্গি হামলা। খাস শ্রীনগরে বাজারে হরি সিংহ হাই স্ট্রিটের ব্যস্ত বাজার এলাকায় এদিন পুলিশের দলকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা, লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি পরে আমিরা কাডাল কাডাল সেতুতে। ঘটনায় শ্রীনগরের নৈহাট্টা জেলার বাসিন্দা বছর ৭১র মহম্মদ আসলাম মকদুমি নিহত হওয়ার সাথে সাথে আহত জান মহম্মদ নামের একজন পুলিশ কর্মী সহ ৩৪জন। আহতদের শ্রীনগরে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আহতদের মধ্যে এক কিশোরীর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন।

কোন জঙ্গিগোষ্ঠীর তরফে হামলার দায় স্বীকার না করা হলেও সিসিটিভি ফুটেজের সহায়তায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। এবং নাগরিকদের কাছে অনুরোধ জানানো হয়েছে যে কোন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে অবিলম্বে যেন পুলিশের সাথে যোগাযোগ করা হয়।এদিন হামলার কড়া সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সহ উপত্যকার রাজনৈতিক নেতারা।