রবিবার ভোর রাতে গোপনসূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও মধ্যপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখার একটি যৌথ অভিযানকারী দল ভোপালের ফাতিমা মসজিদের কাছে আইশবাগ এলাকায় এবং শহরের উপকণ্ঠে কারন্দ এলাকার দুটি গোপন ডেরায় হানা দিয়ে আটক করে ছয়জন সন্ত্রাসবাদীকে। তাদের পুলিশের গোপন ডেরায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, তালিবান পন্থী এই সন্ত্রাসবাদীরা প্রত্যেকেই জিহাদি আদর্শে উদ্বুদ্ধ।এদের কাছ থেকে জিহাদি নথি, ল্যাপটপ এবং প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার হওয়ায় এই জঙ্গিদের ‘বিপজ্জনক নাশকতার’ পরিকল্পনা ছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

এদের মধ্যে ধৃত ৩জন বাংলাদেশি, এবং তাদের বয়স ২৫-৩০র মধ্যে। গত ৩মাস ধরে ধৃত ২ জঙ্গি আহমেদ ও মুফতি সাহেব ছদ্মনামে পরিচয় গোপন করে বাস করছিল আইশবাগ এলাকায়। ধৃতদের লস্কর-ই-তইবা বা জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করা হলেও ধৃতদের তিনজন বাংলাদেশি হওয়ায় জামাতুল মুজাহিদিন বা জেএমবি যোগের কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংঠন ইসলামিক স্টেট ( আইএস ) বলে আগে থেকেই জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে, সুতরাং ধৃতদের সাথে আইএস-র যোগ থাকতে পারে বলেও সন্দেহ করছে গোয়েন্দারা।