জায়গার নাম *জোড়া পায়খানার মোড় ।বন্ধুবান্ধব থেকে আত্মীয় তাদের বাড়িতে ডাকতে লজ্জা পেত কামারহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই অঞ্চলের বাসিন্দারা। ভোট আসে ভোট যায়, প্রতিবারই প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ঘোরেন প্রার্থীরা । তবে নাজেহাল জীবনে আশার আলো ছিল পৌর নির্বাচন । প্রার্থীদের কাছে ওই অঞ্চলের বাসিন্দাদের করজোড়ে আবেদন ছিল যিনি নির্বাচিত হন না কেন সবার আগে জায়গার নাম বদল করা হোক। পুরভোটের রেজাল্ট বেরোনোর পর সেই উদ্যোগ নিলেন কামারহাটির বিধায়ক । আজ মদন মিত্রের উপস্থিতিতে জোড়া পায়খানা নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হলো *নারায়ন দেবনাথ সরণি ।প্রত্যেকটি ঘরের দেওয়ালে আঁকা হচ্ছে কাটুন, এত বছর পরে বিধায়ক মদন মিত্রের উদ্যোগে এলাকার মোড়ে এর নতুন নামকরণ হওয়ায় স্বভাবতই আনন্দিত ও উচ্চসিত এলাকার মানুষজন ।