অতিমারীর অতি-ছোঁয়াচে স্বভাবের জন্য সংক্ৰমন নিয়ন্ত্রণে রাখতে সরকারের তরফে নানা বিধি নিষেধ আরোপ করার সাথে সাথে আরোপিত হয়েছিল লকডাউন বিধি। তবে করোনা সংক্ৰমন কিছুটা কমায় অন্যান্য বিধি নিষেধের সাথে শিথিল করা হয় রাতের লকডাউন বিধিও, বর্তমানে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষ ও যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ বিধি আরোপিত ছিল।

তবে বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি নির্দেশনামায় জানিয়েছেন ১৭ই মার্চ রাতে হোলি উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হল।