বর্তমানের যুদ্ধ পরিস্থিতে যেখানে ইউক্রেন থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা। সেখানে এবার মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের স্নাতক স্তরের পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা তুলে নিল জাতীয় মেডিক্যাল কমিশন। আগে যেখানেবয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৫ এবং সংরক্ষিতদের জন্যে ৩০ সেখানে গত বছর অক্টোবর মাসে হয়ে যাওয়া কমিশনের চতুর্থ বৈঠকে বয়সের ঊর্ধ্বসীমা তোলার সিন্ধান্ত নেওয়ার বিষয়টি জানালেন কমিশনের সচিব পুলকেশ কুমার এবং এই সিন্ধান্তের পরিপ্রেক্ষিতে নিতে সংক্রান্ত বুলেটিন পরিবতর্নেরও নির্দেশ দিয়েছেন তিনি। এই সিন্ধান্তের ফলে যারা প্রকৃত ডাক্তার হতে চান তারা প্রভূত উপকৃত হবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবীয়।