শিয়ালদা মেন লাইনের শ্যামনগর রেলস্টেশন সংলগ্ন ২৩নম্বর রেলগেট এর পাশে বস্তিবাসীদের উচ্ছেদ করার জন্য সম্প্রতি লিখিত নোটিশ জারি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত মাসের কুড়ি তারিখ রেল সূত্রে তাদেরকে উচ্ছেদ এর নোটিশ জারি করা হয়। শ্যামনগর স্টেশন সংলগ্ন কয়েকশো অস্থায়ী ঘর বস্তিবাসী দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সরকারিভাবে কোনো রকম পুনর্বাসন না মেলায় তারা এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

গতকাল রেল সূত্রে চূড়ান্ত সর্তকতা জানানোর পর আজ গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্তিবাসীদের পূনর্বাসনের দাবিতে শ্যামনগর রেলস্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আরপিএফ এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।