ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়রা তো কোন ছাড় দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন সেখানে ইউক্রেনের মাটি কামড়ে পড়ে রয়েছেন ভারতের পৃথ্বীরাজ।ব্যতিক্রমী পৃথ্বীরাজ পেশায় চিকিৎসক হলেও মানবিকতার খাতিরে নিজের বিপদের তোয়াক্কা না করে লেগে রয়েছন ভারতীয় ছাত্র সহ সাধারণ মানুষের উদ্ধারে।

ডাক্তারি পড়তে হিন্দুস্তান পার্কের বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে একাই পাড়ি জমিয়েছিলেন ইউক্রেনের কিভ শহরে, তবে দেশে ফেরা হয়নি প্রায় ১৫বছর। এককালের সুন্দর শহরকে বোমা বিধস্ত অবস্থায় ফেলে রেখে যেতে পারছেন না কোন মতেই বরং ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের দেশে পাঠানোর বন্দোবস্ত করাই তার একমাত্র লক্ষ্য। মজুত করা খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে চলেছেন যথাসম্ভব, তাই ছেলের ফেরা নিয়ে বাবা মা উৎকন্ঠায় হিন্দুস্তান পার্কের দিনকাটালেও গর্বিত ছেলের সিন্ধান্তে।