গানের আসরে জলের বদলে সূরার সঙ্গে কীটনাশক মিশিয়ে খেয়ে মৃত চারজন, এহেন ঘটনার স্বাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলা।উল্লেখ্য , মঙ্গলবার রাতে বারুইপুর থানার অন্তর্গত উত্তররানা বেলিয়া ঘাটাতে রথীন গায়েনের বাড়িতে মনসা গানের আসর চলাকালীন , ওনার পৌলট্রি ফার্মে চলছিল মদের আসর। মদ্যপানের সেই আসরে পোলট্রি ফার্মের কর্মী জাহির গাজী সহ আরো পাঁচজন মদ্যপান করার সময় জল শেষ হয়ে যাওয়ায় পোল্ট্রি ফার্মের পাশে পড়ে থাকা একটি বোতল থেকে জল ভেবে মদের সাথে মিশিয়ে খেতে থাকে বোতলের কীটনাশক।

বিষাক্ত মদ্যপানের কিছুক্ষণের মধ্যে ওই ৬ জনের বমি শুরু হয় এবং তারা সকলেই অসুস্থ হয়ে পরে।ঘটনার বিষয়ে অসুস্থ জাহির গাজীর বাবা হান্নান গাজী জানান, সাতদিন ব্যাপী চলা মনসা গানের অনুষ্ঠানে গিয়েছিল ওনার গোটা পরিবারই, সেখানে কিছু অপরিচিত ছেলের সাথে ওনার ছেলে জাহির গাজী মদ্যপান করার সময় অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তিন জন যুবক কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর বাকি তিন জন অর্থাৎ জাহির গাজী, মুন্নিল ও গির ধারি যাদবের অবস্থা আরো আশংকাজনক হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় মুন্নিল যাদবের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে।