চাকরি পায়িয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা ও ধর্ষণের অভিযোগ উঠল বাগদা থানার মন্ডপঘাটা এলাকায়। স্বরূপনগর থানার অন্তরগর্ত বাংলানী এলাকার বাসিন্দা বছর ৩২র উত্তম বিশ্বাস নিজেকে স্কুল শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে এক মহিলাকে নগদ ১৩০০০ টাকার বিনিময়ে অঙ্গনওয়াড়িতে কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এদিন ওই মহিলাকে চাকরি সংক্রান্ত কাগজে সই করার জন্য নিজের ভাড়া বাড়িতে ডেকে পাঠায় ওই যুবক। ওই মহিলা টাকা দিতে গেলে তাকে ধর্ষণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবক।আক্রান্ত ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা সাথে তাকে ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।