এদিন সকালে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুর মধ্যস্থলে একটি ডাম্পার ও একটি অটোর মুখোমুখি সঙ্ঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল চারজনের,আহত চালক সহ আরো পাঁচজন। অভিযোগ, সকালে পুলিশ জাতীয় সড়কের ওপর যাতায়াত করা গাড়িগুলো থেকে তোলা আদায় করছিল। তখন একটি ডাম্পার টাকা না দিয়ে চলে যেতে গেলে পথে মুখোমুখি ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটোকে। স্থানীয়বাসীন্দারা আহতদের উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, বাকিদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো দুজনের।প্রাথমিক চিকিৎসার পরও অটো চালক সহ বাকি চারজন মহিলার অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।
ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ এলে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে।ঘটনায় কার্যত রণক্ষেত্র নেয় এলাকা। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।