India abstained from voting
ইউক্রেন রাশিয়া সংঘাতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। রুশ আগ্রাসনের কড়া সমালোচনা করে আনা প্রস্তাবের সপক্ষে পরে ১৪১টি ভোট এবং বিপক্ষে ৫টি ভোট পড়লেও ভারত চিন সহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকল এদিন।আর আগে নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে ভোট দানে বিরত থাকার কারনে এবং ইউক্রেনের মাটিতে রুশ হানায় নবীন শেখরাপ্পার মৃত্যুর পরে অভ্যন্তরীন রাজনীতিতে মোদী সরকারকে সমালোচিত হতে হয়।