কামারহাটির কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে নতুন সংযোজন, জেলায় প্রথম অত্যাধুনিক চেস্টের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যার পোশাকি নাম রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু হতে চলেছে এই হাসপাতালে। ৬ শয্যা বিশিষ্ট ইউনিট আগামী সোমবার থেকে চালু হতে চলেছে। এর আগেও এই হাসপাতলে ২৪ শয্যার চেস্ট ইউনিট চালু হয়েছিলো, যার মধ্যে ১২ টি পুরুষ এবং ১২ টি মহিলা শয্যা ছিলো। এদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অথবা বুকের সমস্যা নিয়ে কেউ হাসপাতালে এলে তাদের এই রেস্পিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হবে। ইতিমধ্যেই ইউনিটের প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে এই ইউনিট, আর এই ইউনিট চালু হবার ফলে এবার উপকৃত হবেন অসংখ্য সাধারণ মানুষ, এমনটাই জানালেন কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালের সুপার ডঃ সুজয় মিস্ত্রি।
(প্রতিনিধি : রাজা দে)