ব্যারাকপুর কমিশনারেটে ৭টি নতুন থানা তৈরী করল স্বরাষ্ট্র দপ্তর। সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, হালিশহর, নাগেরবাজার, শিবদাসপুর, দক্ষিনেশ্বর, মোহনপুর, বাসুদেবপুর এবং জেটিয়ায় গড়ে উঠল নতুন থানা। নৈহাটির একাংশ নিয়ে হালিশহর এবং শিবদাসপুর থানা, দমদম থানা ভেঙে নাগেরবাজার, বরানগর থেকে দক্ষিনেশ্বর, টিটাগড় থেকে মোহনপুর থানা, আর জগদ্দল এবং ভাটপাড়া থানার সাথে বাসুদেবপুর এবং বীজপুর থানার এলাকা কমিয়ে জেটিয়া থানা তৈরী করা হয়েছে।