ডাউন রাজধানীএক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় আড়াই কোটি টাকার রুপোর গয়না এবং বার ।এদিন রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকলে রেলের ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকসন স্কোয়ারড ট্রেনের লাগেজ ভ্যানের মধ্যে কয়েকটি পার্সেল প্যাকেটে তল্লাশি চালায়। এরপর উদ্ধার হয় ৩৮৭ কেজি রুপোর গয়না যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৫৭ লাখ টাকা ।

আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয় ওই পার্সেলের মধ্যে জামা কাপড় নিয়ে আসার কথা বলা হলেও তাতে রুপোর গয়না ও বার ছিল। যার কোন বৈধ কাগজ ছিল না । এরপরই আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত রূপো বাজেয়াপ্ত করা হয়।এদিন আরপিএফ এর পক্ষ থেকে বাজেয়াপ্ত রুপো কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়।