কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণ হত্যা এবং পাচারের খবর প্রায়ই প্রকাশ্যে আসছে সংবাদ মাধ্যমের হাত ধরে। এবার হাওড়া গামী চেন্নাই মেলের পার্সেল ভ্যানে করে বিরল প্রজাতির সিন্ধুঘোটক পাচারের চেষ্টা বিফল করল রেল রক্ষী বাহিনী। সূত্রের খবর, ওই পার্সেল ভ্যানে থাকা প্রায় ৪০টি প্যাকেটে পোশাক এবং চর্মজাত সামগ্রী থাকার কথা জানানো হলেও তা সন্দেহজনক মনে হওয়ায় পরীক্ষা করে দেখেন আরপিএফের আধিকারিকরা। তখনই দেখা যায়, প্যাকেটে বিরল প্রজাতির অনেকগুলি মৃত সিন্ধুঘোটক রয়েছে।

‘জীবিত জীবাশ্ম ‘ হিসেবে পরিচিত ওই সিন্ধুঘোটক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ রক্ষা আইনে মামলা রুজু করা হয়।