অগ্নিগর্ভ শ্রীলঙ্কা এই মুহূর্তে থমথমে , সেনাবাহিনীতে মুড়ে ফেলা হয়েছে শ্রীলংকার রাজধানী কলম্বো। গত দুদিন ধরে চলা হিংসা, প্রাণঘাতী সংঘর্ষের পর এই মুহূর্তে কলম্বোর রাস্তায় রয়েছে বিশাল সেনাবাহিনী ,সাঁজোয়া গাড়িও, চলছে টহল। দেশের প্রতিরক্ষা মন্ত্রক তরফে সেনাদের উদ্দেশ্যে নির্দেশ রয়েছে ‘দেখা মাত্র গুলি’ করে দেওয়ার। কারণ গত দুদিন ধরে যে হিংসা চলেছে তাতে প্রাণ গিয়েছে প্রায় ১০ জনের এবং গুরুতর আহত হয়েছেন ২৫০ জনেও বেশি।
অন্যদিকে এদিন জাতির উদেশ্যে ভাষণ দেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, তিনি জানান চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রীর নাম , গোড়া হবে নতুন মন্ত্রিসভা। যদিও সেই মন্ত্রিসভায় রাজাপক্ষের পরিবারের কেউই থাকবেনা।
দেশজুড়ে চরম নৈরাজ্যের মধ্যে আশ্বাসের সুর গোতাবায়ার গলায়, তিনি আরও বলেন, সাধারণ মানুষ বিশ্বাস বকরেন এমন মানুষকেই দায়িত্ব দেওয়া হবে এবং বিশ্বাসযোগ্য মানুষদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।