শনিবার বেলায় জামশেদপুর ইস্পাত কারখানার কোক প্ল্যান্টে আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায় ।তার পরই টাটার কোক প্ল্যান্টের চারিদিকে আগুন ছড়িয়ে পরে।ঘটনাস্থলে আগুনে ঝলসে আপাতত ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তৎক্ষনাত খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছায়। তিন – চার ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে কারখানার কর্মচারীরা জানান ,কোক প্লান্টে কোন কর্মচারি ছিলেন না , নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। দমকল সূত্রের খবর ,লিকেজ আটকানোর জন্য ওলেন্ডিং এর কাজ চলছিল সেই সময়ই বিস্ফোরণ হয়।যারা আহত হয়েছে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁদের অবস্থা আশঙ্কাজনক হাসপাতাল সূত্রের খবর।