সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ১০৮টি পুরসভার ভাগ্যনির্ধারণ। আর এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী , ২৮ টি পুরসভায় ইতিমধ্যেই জয়লাভ করেছে তৃণমূল।
বজবজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ টি ওয়ার্ডে জয়লাভ তৃণমূলের।
তুফানগঞ্জ ,রঘুনাথপুর , চন্দ্রকোনা,বারুইপুর পুরসভা দখল করলো তৃণমূল।
কোচবিহারে দু’টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, একটি ওয়ার্ডে জয়ী নির্দল
কোচবিহারের ৪ টি পুরসভায় উড়লো সবুজ আবির।
কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী, ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী এবং ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী।
পশ্চিম মেদিনীপুরের ২ টি পুরসভা তৃণমূলের দখলে।
কান্দি পুরসভা তৃণমূলের দখলে।
রামপুরহাটে ১১টিতে এগিয়ে তৃণমূল, একটি করে ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, বিজেপি
রামপুরহাট , বোলপুর তৃণমূলের দখলে।
রামপুরহাট পুরসভার ১৩টি ওয়ার্ডে ভোট হয়েছে। তার মধ্যে ১১টিতে এগিয়ে তৃণমল। একটি কংগ্রেস আর একটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী।
মালবাজারে ৫টি ওয়ার্ডের ৪টিতে এগিয়ে তৃণমূল
মালবাজারে খাতা খুলল বিজেপি, জয়ী একটি ওয়ার্ডে
মালবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী। জয়ী বিজেপি প্রার্থীর নাম সুশান্ত সাহা।
নবদ্বীপ পুরসভায় ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
নবদ্বীপ পুরসভার ১, ২, ৩, ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী।