গত বছর সেপ্টেম্বর মাস থেকে চলছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প , আর এই প্রকল্প নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন রেশন ডিলারেরা। বারংবার আপত্তি জানানো সত্ত্বেও ;লাভের লাভ কিছুই হয়নি। আর এবার সেই দাবি নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের কর্তারা সরাসরি পৌঁছে গেলেন কেন্দ্রীয় খাদ্য সচিবের কাছে। যদিও আবেদপানপত্রে সরাসরি এই প্রকল্প বন্ধ করার আবেদন জানানো হয়নি, ৯ দাবি সম্বলিত ওই আবেদনপত্রের দ্বিতীয় দাবিতে বলা হয়েছে , কিছু কিছু রাজ্য সরকার একতরফা ভাবে রেশন ডিলারদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে গ্রাহকদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে। যা ভারতের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। তাই এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রক।
যেমনটা আগে বললাম, ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু হওয়ার পর থেকে রেশন ডিলাররা তাদের সমস্যায় কথা জানিয়েছিলেন শুধু তাই নয় ,এই বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে একটি প্রতিবাদপত্রও পাঠিয়েছিলেন রাজ্যের রেশন ডিলাররা। কিন্তু খাদ্যমন্ত্রী তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের এই প্রকল্প কোনও ভাবেই বন্ধ করা সম্ভবপর নয়।
এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘‘আমরা আমাদের দাবির কথা স্পষ্টভাবে কেন্দ্রীয় খাদ্য সচিবকে জানিয়ে দিয়েছি। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে যেমন আমরা আমাদের দাবি পত্রে জানিয়েছি, তেমনই আমরা আমাদের আপত্তির কথা স্পষ্ট ভাবে তুলে ধরেছি।” এই দাবি কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টতই জানান ,দেশের জাতীয় খাদ্য আইনেই উল্লেখ রয়েছে যে তাদের দাবি অবশ্যই যুক্তিসঙ্গত। এছাড়াও রেশনডিলারদের সাথে কথা বলে জানা গিয়েছে , কেন্দ্র তরফে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাহলে বলা যেতেই পারে , মমতার সাধের প্রকল্পের ভবিষ্যৎ এখন কেন্দ্রের হাতে !!