সরকারি মেডিকেল কলেজে প্রাকটিক্যাল ক্লাস করার সুযোগ পেলো যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন ফেরত পড়ুয়ারা।ডাক্তার হওয়ার এক রাশ স্বপ্ন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো পড়ুয়ারা গিয়েছেন ইউক্রেনে। কিন্তু ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর পর কার্যত সব স্বপ্ন চুরমার। প্রাণের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে নিজের মাটিতে ফিরতে পারলেও প্রশ্ন থেকে গিয়েছিলো পড়াশোনা নিয়ে , মূলত যার জন্য এতো আয়োজন। সেইসময়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনার সুযোগ করে দেবে রাজ্যসরকার।
রাজ্য স্বাস্থ্য দপ্তর তরফে নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, এমবিবিএস এবং বিডিএস পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে হাতে কলমে ক্লাস করার সুযোগ পাবেন। যথার্থ নথি পত্র দেখতে হবে , তাছাড়াও ইচ্ছুক পড়ুয়াদের আগামী ৭ দিনের মধ্যে একটি ফ্রম পূরণ করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। তারপরেই তারা সুযোগ পাবেন প্রাকটিক্যাল ক্লাস করার।