শুক্রবার দুপুরে পাকিস্তানের পেশোয়ারে কিস্সা খাওয়ানি বাজারের একটি মসজিদে নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, হত ৩০, আহত ৫০।পেশোয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানের দফতর থেকে এটিকে একটি আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করা হয়। জানানো হয় হামলাকারীরা মসজিদে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়, ওই সময় দুপক্ষের গুলি বিনিময়ের মধ্যে এক আততায়ী মসজিদে ঢুকে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণে আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অতি সঙ্কটজনক। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার প্রবল নিন্দা করে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আহতদের হাসপাতালে ভর্তি করতে যাতে কোনও অসুবিধা না হয় সে নির্দেশও দিয়েছেন। ঘটনায় আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পাক প্রশাসন।